বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কর্মবিরতিতে নেসকোর মিটার রিডাররা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আদমদীঘি উপজেলার সান্তাহারে চাকরি স্থায়ীকরণ দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা কর্মবিরতি পালন করছেন। সান্তাহার পৌর শহরের হবীর মোড়ে গতকাল এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া সার্কেলের সভাপতি মতলুবুর রহমান, সান্তাহার কার্যালয়ের সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত রয়েছেন। তাদের চাকরি স্থায়ী হয়নি। অনেকে চাকরি হারাচ্ছেন। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় ৭০০ জন পিচরেট কর্মচারীর কষ্টে দিন কাটছে। তাদের দাবি মেনে না নিলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

সর্বশেষ খবর