বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আট জেলায় ১৩ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

আট জেলায় ১৩ প্রাণহানি

ময়মনসিংহের তারাকান্দায় গতকাল তিনজন এবং ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, হবিগঞ্জ, খাগড়াছড়ি এবং গাজীপুরের কালিয়াকৈর ও টঙ্গী সড়কে নিহত হয়েছেন এক কলেজছাত্রসহ আরও সাতজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। তারা হলেন- হালুয়াঘাটের পিকআপচালক কামরুল ইসলাম, সন্ধ্যাপুড়ার কাদির মিয়া, আকদপাড়ার মিজানুর রহমান।

ঝিনাইদহ : মহেশপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাশেম মিয়া, আলমগীর হোসেন ও কালাম হোসেন। তাদের বাড়ি মহেশপুর উপজেলার ঘুগড়ী ও পান্তাপাড়ায়।

কুষ্টিয়া : সদর উপজেলার বটতৈলে ড্রাম ট্রাকচাপায় নিহত হয়েছেন জামাল উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী।

মেহেরপুর : মেহেরপুরে দূরপাল্লার বাসের ধাক্কায় অধীর কর্মকার নামে এক পথচারী নিহত হয়েছেন।

মাগুরা : মাগুরা-ফরিদপুর সড়কে সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় ঘন কুয়াশায় পিকআপ চাপায় নিহত হয়েছেন মোমিন ব্যাপারি নামে এক মোটরশ্রমিক।

হবিগঞ্জ : জেলার বাহুবলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেবুল মিয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

খাগড়াছড়ি : গুইমারায় বাসচাপায় নিহত হয়েছেন শহিদুল আলম নামে এক মোটরসাইকেল আরোহী।

কালিয়াকৈর ও টঙ্গী : কালিয়াকৈর ও টঙ্গীতে দুজন নিহত হয়েছেন। কালিয়াকৈরে হিমেল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী ও টঙ্গীতে ট্রাকচাপায় আতিকুর রহমান নামে এক পোশাক শ্রমিক মারা গেছেন।

সর্বশেষ খবর