বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রতিপক্ষকে ফাঁসাতে মাদরাসা ছাত্রী হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে মাদরাসা ছাত্রী হোসনে আরা রত্নাকে (১৪) পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা করা হয়। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই রত্নাকে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনায় প্রতিপক্ষের রতন মিয়াসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল। ওই মামলায় প্রধান আসামি রতন মিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে বাদীপক্ষের লোকজনের আচরণ, হত্যার আলামত ও তথ্যপ্রযুক্তি পর্যালোচনা করে ইমন চৌধুরী (৩৫) নামে একজনকে সোমবার আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। আদালতে ইমন ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে ইমনের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার শাহাদত হোসেন সাক্কু মিয়া (৬০) নামে একজনকে আটক করে পুলিশ। স্বীকারোক্তিকে ইমন জানান, সাক্কুর নেতৃত্বে ১০ জানুয়ারি রত্নাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

এই হত্যায় নয়জন জড়িত। হত্যার এক মাস আগেই ছক করা হয়েছিল।

সর্বশেষ খবর