শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মিটার চুরি করে চিরকুটে টাকা দাবি, আটক ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে টাকা দাবি করা চক্রের দুই সদস্যকে আটক করেছে র?্যাব। তারা হলেন- কাহালু উপজেলার নহরাপাড়ার ওমর ফারুক (২১) ও শিলকহোর গ্রামের সাজু মন্ডল (৪০)। মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রড কাটার লোহার কাঁচি ও মোবাইল নম্বরসহ ছয়টি চিরকুট উদ্ধার করা হয়। গতকাল র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট এলাকার বেলালুর রহমানের ডিপ টিউবওয়েলের সঙ্গে থাকা বৈদ্যুতিক মিটার চুরি হয়। তখন তিনি কাহালু থানায় একটি অভিযোগ করেন। বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক মিটার চুরি করার কথা স্বীকার করেছেন। মিটার ফেরত দেওয়ার কথা বলে কৌশলে তারা চিরকুট লিখে টাকা দাবি করত।

এ ছাড়া তারা একাধিক সিমকার্ড ব্যবহার করে টাকা আদায় করত। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর