বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কারখানায় শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে নতুন কাঠামোয় বেতন, ম্যানেজারসহ দুই কর্মকর্তার অপসারণ দাবিতে কর্মবিরতি, বিক্ষোভের পর কারখানায় ভাঙচুর করেছে শ্রমিকরা। গতকাল উপজেলার সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল কারখানার শ্রমিকরা এ ঘটনা ঘটায়। শ্রমিক, পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, শ্রমিকরা সকালে কারখানায় আসে। তবে তারা কাজে যোগ না দিয়ে সরকার ঘোষিত নতুন বেতনকাঠামো বাস্তবায়ন, কারখানার ব্যবস্থাপক মোশাররফ হোসেন ও টিভি সেকশনের ডিজিএম আনিসুর রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ করতে থাকে। বিকাল ৫টার দিকে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

তারা অফিসকক্ষ, সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।

গাজীপুর শিল্পপুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাইচন্দ্র সরকার বলেন, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন কাঠামোয় বেতন দেওয়ার ঘোষণা এবং ওই শিট বোর্ডে টানিয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

সর্বশেষ খবর