শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জমজমাট পিঠা উৎসব

প্রতিদিন ডেস্ক

জমজমাট পিঠা উৎসব

গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল জমজমাট পিঠা উৎসব হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- গাইবান্ধা : গাইবান্ধা সরকারি কলেজ মাঠে সকাল ১০টায় শুরু হয়ে উৎসব চলে বেলা ২টা পর্যন্ত। গাইবান্ধা সরকারি কলেজের বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী নিবাসের শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা উৎসব আয়োজন করা হয়। আয়োজনে ভালো সাড়া পেয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

৯টি স্টলে ঐতিহ্যবাহী পিঠার পসরা সাজান শিক্ষার্থীরা। উৎসবে তরুণ-তরুণী আর পিঠা রসিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গাইবান্ধা সরকারি কলেজের ৫০ জনের বেশি শিক্ষার্থী স্টলে অংশ নেন। পিঠার মধ্যে ছিল ভাপা, পাটিসাপটা, নারকেলপিঠা, পাকন, পুলি, মিঠা, ক্ষীরপুলি, নারকেলপুলি, আনারকলি, দুধসাগর, চিতইসহ দের শতাধিক পদ। উৎসবের আয়োজক ও গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এমন আয়োজন। চাঁপাইনবাবগঞ্জ : জেলার বালুগ্রাম আদর্শ কলেজমাঠে গ্রাম বাংলার পিঠা-পুলি উৎসব হয়েছে। আদর্শ কলেজের আয়োজনে র‌্যালি ও ফিতা কেটে দিনব্যাপী উৎসব হয়। উৎসবে প্রায় ৫০ ধরনের পিঠা দেখা যায় স্টলগুলোতে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ খবর