শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বন বিভাগের আগর বাগান দখল করে বসতবাড়ি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিটের আগর বাগান ধ্বংস করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২০০২-০৩ অর্থ বছরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আগর বাগান সৃজনের লক্ষ্যে হারবাং ইউনিয়নের ১৭ জন উপকারভোগীর নামে ১৭ হেক্টর বনভূমি চুক্তিপত্র সম্পাদন করা হয়।

উপকারভোগীরা চুক্তির শর্ত লঙ্খন করে বসতবাড়ি নির্মাণ এবং কলাগাছ রোপণ করেছেন- অভিযোগ উঠেছে। আগর বাগান দখল করে বসতি ও কলাগাছ রোপণ ছাড়াও জয়নাল আবেদীন নামে একজনের বিরুদ্ধে রয়েছে বনভূমির জায়গায় বিক্রিসহ নানা অভিযোগ।

জয়নাল অভিযোগ অস্বীকার করে বলেন, বনবিভাগের সঙ্গে সমন্বয় করে আমরা আগর বাগান রক্ষায় সচেষ্ট রয়েছি। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, সংরক্ষিত সরকারি আগর বাগান কেটে কিংবা তৎসংশ্লিষ্ট ভূমিতে কোনো ধরনের বসতি স্থাপন বেআইনি। এ বিষয়ে খোঁজখবর করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর