শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঘুরে দাঁড়ানোর আগেই পুঁজি হারানোর ধাক্কা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রায় এক বছর আগে রাতের আঁধারে প্রায় ৭০০ কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয় প্রায় ৪ লাখ টাকার। দ্বারে দ্বারে ঘুরলেও পাননি বিচার। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই এবার একই জমিতে লাগানো তার বেগুনের চারা কেটে ফেলা হয়েছে। এতে পথে বসার উপক্রম হয়েছে কৃষক মাসুদ মোল্লার। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে।

জানা যায়, বিগত দিনের ক্ষতি পুষিয়ে উঠতে গ্রামের দক্ষিণ মাঠ এলাকায় ৩০ শতক জমিতে বেগুন চারা রোপণ করেন মাসুদ। বুধবার রাতে চারাগুলো কেটে দেওয়া হয়েছে। যা পুঁজি ছিল তা হারিয়ে এখন দিশাহারা তিনি। মাসুদ বলেন, গতকাল সকালে বেগুন খেত পরিচর্যার জন্য গিয়ে দেখি প্রায় সব চারা গোড়া থেকে কেটে ফেলে রেখেছে।

সর্বশেষ খবর