শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গোলাগুলির পর অস্ত্রসহ আটক ৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উপকূলবর্তী সাগরে ‘গোলাগুলির পর’ অস্ত্র ও গুলিসহ ছয় জলদস্যুকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে মহেশখালী উপকূলবর্তী সাগর থেকে তাদের আটক করা হয়। গতকাল র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটকরা হলেন- বাদশা, মারুফুল ইসলাম, রায়হান উদ্দিন, এরশাদুল ইসলা, রাফী ও আল-আমিন।  সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মহেশখালী উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে র‌্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। জলদস্যুরা উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা কয়েকটি গুলি ছুড়ে।

সর্বশেষ খবর