শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিবগঞ্জে পাঁচ দিনে তিন খুন, আতঙ্কে মানুষ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাঁচ দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এ সময়ে আত্মহত্যা করেছেন একজন। একের পর এক খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। জানা যায়, উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাবার হাতে খুন হন ছেলে। নিহতের নাম ফারাজ আলী (২৫)। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন। অভিযুক্ত বাবার নাম সোহরাব আলী। এর আগের দিন বুধবার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর হাতে খুন হন কৃষক আনারুল ইসলাম (৫০)। তিনি ওই গ্রামের তুফানু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গত সোমবার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রাম থেকে হালিমা খাতুন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হালিমার চাচা, চাচি ও চাচাতো ভাই আটক হয়েছেন। গত রবিবার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় এসএসসি পরীক্ষার্থী রাবেয়া খাতুন (১৬)। সে শিবগঞ্জ উপজেলার ছাতড়া দক্ষিণ পাড়া গ্রামের গোলাম হোসেনের মেয়ে। রাবেয়া রায়নগর ইউনিয়নের সুদামপুর গ্রামে নানাবাড়ি থাকতেন। পুলিশ বলছে, এসব খুনের কারণ জানতে পুলিশ কাজ করছে। জড়িত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

 

সর্বশেষ খবর