শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
খানসামায় কর্মসৃজন কর্মসূচি

কাজ শেষেও মজুরি পাননি ২৪০২ শ্রমিক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের ইউজিপি প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ দুই সপ্তাহ আগে শেষ হয়েছে। উপজেলার ছয় ইউনিয়নের ২ হাজার ৪০২ জন শ্রমিক এখনো মজুরি পাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ও ইজিপিপি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল গোবিন্দ চন্দ্র দেব বলেন, শ্রমিকদের বিলের প্রয়োজনীয় কাগজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি, শিগগিরই তারা মজুরি পাবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ নভেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি খানসামার ছয় ইউনিয়নে ৫৪টি প্রকল্পে গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এ কাজের জন্য ২ হাজার ৩৪৮ জন শ্রমিক দৈনিক ৪০০ টাকা মজুরি পাবেন। প্রত্যেক ওয়ার্ডে একজন করে ৫৪ জন সর্দার দিনে পাবেন ৪৫০ টাকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা পরিশোধ করা হবে।

 

 

সর্বশেষ খবর