রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাসায় বাবা-ছেলের ঝুলন্ত লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের আলফা মোড়ে ভাড়া বাসা থেকে গতকাল ঝুলন্ত অবস্থায় বাবা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- রেজাউল করিম মধু (৩৮) ও তার সাত বছর বয়সী ছেলে মুগ্ধ হোসেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে মধুসূদনের স্ত্রী বাবার বাড়ি আড়ুয়াপাড়া চলে যান। তাদের মধ্যে দাম্পত্যকলহ চলছিল বলে ধারণা করা হচ্ছে। মায়ের সঙ্গেই ছিল মুগ্ধ। গত শনিবার ছেলেকে স্কুলে ভর্তি করার কথা বলে নিজের সঙ্গে নিয়ে আসেন মধুসূদন।

সর্বশেষ খবর