মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রধান শিক্ষকে আপত্তি, স্কুলে আসছে না শিক্ষার্থীরা

বাগেরহাট প্রতিনিধি

প্রধান শিক্ষকে আপত্তি, স্কুলে আসছে না শিক্ষার্থীরা

ফাঁকা শ্রেণিকক্ষ। গতকালের ছবি

শরণখোলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাছরিন নাহার নামে নতুন প্রধান শিক্ষক যোগদান করা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। ছাত্রছাত্রী না আসায় গেল পাঁচ কর্মদিবসে বিদ্যালয়টিতে কোনো পাঠদান হয়নি। পরিস্থিতি স্বাভাবিক ও শিশুদের ক্লাসে ফেরাতে বিতর্কিত প্রধান শিক্ষককে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি নজরদারি করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ২১০ শিক্ষার্থীর কেউ উপস্থিত নেই। অভিভাবকরা বলছেন, নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল অনুমতি না নিয়ে বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক নাছরিন নাহারকে বদলি করে রাজাপুর বিদ্যালয়ে দেওয়া হয়েছে। একজন বিতর্কিত প্রধান শিক্ষক এখানে পদায়ন করায় শিক্ষার সুষ্ঠ পরিবেশ নষ্ট হয়েছে। তিনি কর্মরত থাকলে কোনো অবস্থায়ই তারা ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন না। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নান্না মিয়া হাওলাদার জানান, নাছরিন নাহার যোগদান করার পর অভিভাবকরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছে না। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। ছেলেমেয়ের লেখাপড়ার কথা মাথায় রেখে দ্রুত সমাধান করা প্রয়োজন।

সর্বশেষ খবর