মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হত্যা ও মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

হত্যা ও মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন

জয়পুরহাটে পৃথক হত্যা ও মাদক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে হত্যার দায়ে চারজন এবং মাদক মামলায় কারাদণ্ড দেওয়া হয় একজনকে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন গতকাল এ রায় দেন। হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুরের জাইবর আলীর ছেলে সোহাগ, তৈমুদ্দিনের ছেলে রায়হান, নিজাম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ও লোকমানের ছেলে হারুনুর রশীদ। মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত সুজন একই উপজেলার গোপালপুর গ্রামের সোলাইমান সরদারের ছেলে। মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের খনজনপুরের বাদল প্রামাণিকের ছেলে সাহাদুল ইসলামের শহরে কম্পিউটারের দোকান ছিল। দোকানে ব্যবসায়িক লেনদেনের কারণে আসামিদের কাছে তার ৬০ হাজার টাকা পাওনা হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধে। ২০১০ সালের ৬ জানুয়ারি সাহাদুল রতনপুরে বন্ধুর বাড়ি বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে আসামিরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর দিন মারা যান তিনি। এ ঘটনায় তার মা থানায় মামলা করেন। অন্যদিকে ২০২০ সালের ১৪ নভেম্বর পাঁচবিবির উত্তর গোপালপুর থেকে ১১৯ বোতল ফেনসিডিলসহ সুজনকে গ্রেফতার করে র‌্যাব।

 

সর্বশেষ খবর