মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ব্যাংকে চুরি

কাপড়ে মুখ ঢেকে এসেছিল দুজন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কাপড়ে মুখ ঢেকে এসেছিল দুজন

বগুড়া সদরে এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক থেকে ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায় মাত্র কয়েক মিনিটে মুখে কাপড় বেঁধে দুজন ভিতরে ঢুকে সিন্দুক থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন।

বগুড়ার পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, এখনো চুরির ঘটনায় উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে সবকিছু বলাও সম্ভব নয়। একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও চুরি হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। তবে ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল। মামলার বাদী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার হিসাব-নিকাশ করে ব্যাংক বন্ধ করা হয়েছিল। মাসের শেষ দিকে হওয়ায় অনেক গ্রাহকের কিস্তির টাকা তুলে ফিল্ড অফিসারদের আসতে দেরি হয়। এ জন্য ওই দিন আর ব্যাংকের মূল শাখায় টাকা পাঠানো সম্ভব হয়নি। আমাদের দুটি সিসিটিভি ক্যামের সচল ছিল। পুলিশ সেগুলোর রেকর্ড সংগ্রহ করে যাচাই-বাছাই করছে।

সর্বশেষ খবর