শিরোনাম
মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বগুড়ায় ফসলি জমি থেকে মাটি বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাতী গ্রামের মাঠের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে আশপাশের ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। এ বিষয়ে রবিবার যুগিগাতী, তেলিগাতী ও নাগেশ্বরগাতী গ্রামের ভূমি মালিকেরা ধুনট ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, যুগিগাতী গ্রাম, রুদ্রবাড়িয়া গ্রাম ও চালাপাড়া গ্রামের কিছু প্রভাবশালী ভেকু দিয়ে যুগিগাতী গ্রামের ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। গভীর গর্ত করে মাটি বিক্রি করায় প্রতিবেশী মেহেদী হাসান, খলিল মল্লিক ও ফটিকসহ অনেক কৃষকের জমি ভাঙনের কবলে পড়েছে। এ ছাড়া মাটির ট্রাকগুলো যথেচ্ছভাবে চলাচল করায় গ্রামীণ রাস্তা ভেঙে যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। একইভাবে বিশ্বহরিগাছা-ফড়িংহাটাসহ বিভিন্ন গ্রামের ফসলি জমি থেকেও মাটি কেটে বিক্রি করা হচ্ছে। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানাসহ মালামাল জব্দ করলেও কিছুদিন পরে আবারও সক্রীয় হয়ে ওঠে চক্রটির সদস্যরা। ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন জানান, অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর