বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মালয়েশিয়ায় ১৭ মাস নিখোঁজ যুবক

পাগলপ্রায় মা-বাবা

গোপালগঞ্জ প্রতিনিধি

৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান হাচিবুর রহমান (৩১)। জমি বিক্রি করে তখন কৃষক বাবা বিদেশ যাওয়ার টাকা জোগাড় করেন। প্রবাসে যাওয়ার পর তাদের সংসার ভালোই চলছিল। চার বছর বিদেশ থাকার পর হাচিবুর পাঁচ মাসের ছুটিতে আসেন। তখন বাবা-মা ঘটা করে ছেলেকে বিয়ে করান। তিন মাস সংসার করার পরে স্ত্রীকে রেখে পুনরায় মালয়েশিয়া যান তিনি। হাচিবুর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গচাপাড়ার ইসমাইল মিয়ার ছেলে। ১৭ মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন তিনি। এরপর থেকে দিশাহারা স্বজনরা। পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে হাচিবুরের সন্ধান পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ছয় মাস আগে মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম মিয়া হাচিবুরের বাবা-মাকে ফোন করে জানান তাদের ছেলে জেলে আছে। তাকে ছাড়াতে অনেক টাকা প্রয়োজন। এরপর ইব্রাহিম ও মালয়েশিয়ার আরেক প্রবাসী ওলিউল্লা মিলে হাচিবুরকে ছাড়ানোর কথা বলে টাকা নেওয়া শুরু করেন। সন্তানকে ছাড়াতে এ দুজনকে টাকা দিতে দিতে পরিবার এখন নিঃস্ব। ইব্রাহিম কোটালীপাড়ার বলুহার গ্রামের ইউনুচ মিয়ার ছেলে বলে জানা গেছে। ইব্রাহিমের মাধ্যমে ৯ বছর আগে হাচিবুর বিদেশ গিয়েছিল বলে জানিছেন তার বাবা। কান্নাজড়িত কণ্ঠে হাচিবুরের মা বলেন, ছেলেকে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনার জন্য ইব্রাহিম ও ওলিউল্লাকে টাকা দিতে দিতে আমরা এখন সর্বস্বান্ত। এতে আমাদের কোনো কষ্ট নেই। আমরা সন্তান ফিরে পেতে চাই। ইব্রাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম জানান, ঘটনাটি মালয়েশিয়ায় হওয়ায় আমাদের কিছু করার নেই। টাকা লেনদেন কোটালীপাড়া থেকে হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর