বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাত জেলায় সড়কে প্রাণহানি ১০

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়কে প্রাণহানি ১০

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

মৌলভীবাজার : কুলাউড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। দুপুরে উপজেলার আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আবু সুফিয়ান (৫০) ও আরোহী নরসিং বোনাজী (৩৫)।

নাটোর : বাগাতিপাড়ার ধোপারবিল এলাকায় বিকালে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে বালুবোঝাই ট্রাক উল্টে শহিদুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বনপাড়া-হাটিরুল মহাসড়কে সোমবার রাতে পাজেরো গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক অটোভ্যান চালক।

ঝিনাইদহ : জেলার হরিণাকুণ্ডুতে গতকাল সড়ক দুর্ঘটনায় রিফাদ হোসেন (৪) নামে এক শিশু ও কালীগঞ্জে আশরাফ বিশ্বাস (৫২) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন।

চট্টগ্রাম : বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে ভোরে ট্রাকের ধাক্কায় পারভেজ নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। পারভেজ উপজেলার পরৈকোড়া মাহাতা গ্রামের বাসিন্দা।

দিনাজপুর : বাড়ি থেকে কর্মস্থলে আসার সময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল) প্রকৌশলী জোবায়ের আলী (৫৭) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন। গতকাল সকালে ফুলবাড়ী-রংপুর সড়কের বদরগঞ্জ নাগেরহাট সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে সোমবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন আরাফাত সানি (২২) নামে এক যুবক।

সাতক্ষীরা : তালা উপজেলার গোনালী বাজারে সকালে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে জামিরুল ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জামিরুল উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে ও তালা মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

সর্বশেষ খবর