বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুজনের ফাঁসি, যাবজ্জীবন সাতজনের

তিনটি হত্যা ও ধর্ষণ মামলার রায়

প্রতিদিন ডেস্ক

পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে পৃথক তিনটি মামলায় দুজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর-

পিরোজপুর : কাউখালী উপজেলায় ভ্যানচালক হত্যার মামলায় ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুলকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল ও পল্টু কুমার দাস পল্টনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তাগীর আলম গতকাল এ আদেশ দেন। ২০১৭ সালের ১৬ জুলাই কাউখালীর চিরাপাড়া ইউনিয়নের পানের বরজের পাশে নালা থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় কৃষক রহিজ মিয়া হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার ভাইসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কসবার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে জজ মিয়া। এ ছাড়া জসসিদের চার ছেলে ইয়াছিন, খোকন, পারভেজ, মনির এবং আওয়াল মিয়া ও তার ছেলে আশরাফুলকে দেওয়া হয়েছে ছয় মাস করে কারাদন্ড। সিলেট : সিলেটের বটেশ্বর এলাকায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ করে হত্যার অভিযোগে গতকাল চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ার হোসেন, খোকন মিয়া, ফয়সল আহমদ ও আনাই মিয়া।

সর্বশেষ খবর