বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশের ওপর হামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় মহিষ চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেফতার করতে গেলে তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত পুলিশ সদস্যরা হলেন- চকরিয়া থানার এসআই আল ফোরকান ও কনস্টেবল ছাদরুল আমিন। হামলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আরমান, মোস্তফা, নুরশেদুল, জয়নাল ও আমির। পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় এসআই আল ফোরকান বাদী হয়ে মামলা করেছেন। এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে টহলে বের হয় পুলিশের টিম। ৮টার দিকে চকরিয়া ও মহেশখালী থানার দুুটি মামলায় পরোয়ানার আসামি সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের বাড়িতে যায় পুলিশ। তারা ঘরের দরজা খুলতে বললে নবী হোছাইন মোবাইলে লোকজনকে পুলিশের ওপর হামলার নির্দেশ দেন। ৭০-৮০ নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

সর্বশেষ খবর