বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাইস ট্রান্সপ্লান্টারে চারা রোপণ

বাঁচবে খরচ ও সময়, বাড়বে উৎপাদন

দিনাজপুর প্রতিনিধি

রাইস ট্রান্সপ্লান্টারে চারা রোপণ

চিরিরবন্দরে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। শস্যের নিবিড়তা বৃদ্ধি, সময়মতো কাজ সম্পাদন, উৎপাদন খরচ কমানো, শ্রম লাঘব, নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কৃষিকে আধুনিক করতেই এ উদ্যোগ। যন্ত্রের সাহায্যে প্রতিদিন চার একর জমিতে চারা রোপণ সম্ভব। উদ্যোক্তরা জানান, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে স্বল্প সময়ে অধিক জমিতে সুস্থ ও সবল চারা রোপণ করা যায়। এতে সময়, শ্রম, অর্থ ও পানি সাশ্রয় হবে। পাশাপাশি জমির উর্বরা শক্তি বাড়বে। চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরশন-বিএডিসি যৌথভাবে যান্ত্রিক পদ্ধতিতে বোরো চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এতে সময়, শ্রম, অর্থ ও পানি সাশ্রয় হবে। টেকসই উন্নয়ন ও স্মার্ট কৃষির জন্য উন্নত প্রযুক্তিতে চাষাবাদ প্রয়োজন। এ কারণে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলার ৯০ কৃষকের ৫০ একর জমিতে প্রাথমিকভাবে রাইস ট্রান্সপ্লান্টারে চারা রোপণ করা হবে। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন।

সর্বশেষ খবর