শিরোনাম
বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চার চালকলে ভোক্তার অভিযান

প্রতিদিন ডেস্ক

দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে তিনটি অটোরাইস মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। দিনাজপুর ভোক্তা অধিকারের উপ-পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করেন। এ সময় সেতাবগঞ্জ পৌরসভাধীন বালাপুকুরের মেসার্স আনোয়ারা অটোরাইস মিলে চালের বস্তায় ওজনে কম থাকায় ৩০ হাজার, বোচাগঞ্জ উপজেলার মুরারীপুর এসপি অটোরাইস মিলকে আঠাইশ চালকে জিরাশাইল ও ঊনত্রিশ চালকে আঠাইশ বলে বস্তাবন্দি করায় ৩০ হাজার এবং ইসমলামপুর এলাকার মেসার্স তালুকদার অটোরাইস মিলে স্বর্ণা চালের বস্তায় পাইজাম উল্লেখ করায় ১০ হাজার টাকা জরিমান করা হয়। দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মমতাজ বেগম জানান, চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। এদিকে নওগাঁয় মজুতবিরোধী অভিযানে দ্বিজেন ঘোষ নামের এক চাল ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চালকলে নির্ধারিত সময়ের বেশি ২৯১ টন চাল মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে গত সোমবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।

সর্বশেষ খবর