রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৯

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৯

ভালুকায় দুর্ঘটনার শিকার অটোরিকশা

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে পোশাককর্মী দুই বোনের মৃত্যু হয়েছে। একই দিন টাঙ্গাইল, কিশোরগঞ্জ, বরগুনা, লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে আরও সাতজন নিহত হয়েছেন। ভালুকা (ময়মনসিংহ) : গতকাল ভোরে উপজেলার উথুরা বাজার এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন- আসমা আক্তার (৩৫) ও শিরিনা আক্তার (২৬)। তারা আপন বোন। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে উথুরা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। টাঙ্গাইল : কালিহাতী উপজেলার সল্লা চরপাড়ায় দুপুরে হানিফ পরিবহনের বাসচাপায় দুজন এবং ঘাটাইলে মাটিবোঝাই ড্রামট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চরপাড়ায় নিহতরা হচ্ছেন- অটোভ্যান চালক কালিহাতী উপজেলার আবদুস সাত্তার (৪০) ও কুর্শাবেনু গ্রামের মমিনুর রহমান মমিন (৪৫)। ঘাটাইলের সালেংকা মোড়ে নিহত অটোরিকশা চালকের নাম টিটু (৬০)। কিশোরগঞ্জ : করিমগঞ্জ উপজেলার আয়লা এলাকায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন (৩২) নিহত হয়েছেন। তিনি ইটনা উপজেলার বাসিন্দা ও অষ্টগ্রাম উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলেন। লালমনিরহাট : কালীগঞ্জের চন্দ্রপুর বাজারে ট্রাক্টরের ধাক্কায় আবদুল হক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সকালে উপজেলার চন্দ্রপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে ট্রাক্টরের ধাক্কায় আবদুর রাহিম নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি স্থানীয় রাহমাতুল্লাহ আল আমিন মাদরাসার শিক্ষক। নাটোর : দুপুরে গুরুদাসপুরে অটোভ্যান উল্টে আরাফাত হোসেন (৭) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরাফাত চাঁচকৈড় পুরানপাড়ার লাবু প্রাংয়ের ছেলে। পাথরঘাটা (বরগুনা) : বরগুনা জেল গেটে ভাইকে দেখতে যাওয়ার পথে টমটম-ইজিবাইক সংঘর্ষে আকলিমার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর