রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বাঞ্ছারামপুরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র

হতদরিদ্রদের স্বাবলম্বী করে তোলাই বসুন্ধরার লক্ষ্য

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

হতদরিদ্রদের স্বাবলম্বী করে তোলাই বসুন্ধরার লক্ষ্য

বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর গ্রামে প্রফেসর চাঁন মিয়া সরকার একাডেমিতে গতকাল বসুন্ধরা গ্রুপের অর্থায়নে শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২৫ জন স্বামী পরিত্যক্তা, বিধবা ও অসহায় নারী প্রশিক্ষণার্থী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি ও বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন রিপন, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক ও শুভসংঘের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার ও শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আনোয়ার, শুভসংঘের মহিলা সম্পাদিকা শারমিন মৌসুমী, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শুভসংঘের সদস্য প্রফেসর চাঁন মিয়া সরকার, শুভসংঘের সদস্য বাছির। মোশারফ হোসেন বলেন, বসুন্ধরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলাই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। করোনা মহামারির সময় আমরা দেখেছি, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। আমির হোসেন আনোয়ার বলেন, বাঞ্ছারামপুরে অসহায় মানুষদের বিনা সুদে টাকা দিয়ে স্বাবলম্বী করেছে বসুন্ধরা গ্রুপ। মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে যেন ঝড়ে না পড়ে সেজন্য উপবৃত্তির মাধ্যমে বাঞ্ছারামপুরকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। এতিম এবং দুস্থদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে শিক্ষা লাভের ব্যবস্থা করে দিয়েছে। অসহায় এবং রোগাক্রান্তদের চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে বসুন্ধরা।

সর্বশেষ খবর