রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এক ও দুই টাকার কয়েন নিচ্ছে না ব্যাংকও

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ব্যাংকেও এক ও দুই টাকার কয়েন নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোনো ব্যাংক এসব কয়েন নিতে চায় না। ব্যাংকে গিয়ে পড়তে হয় নানা ঝামেলায়। এ কারণে একেবারেই বন্ধ হয়ে গেছে এই কয়েনের আদান প্রদান। ভুক্তভোগী জনসাধারণ ও ব্যবসায়ীরা বলছেন, হাটবাজার কোথাও চলে না কয়েন। আট বছর ধরে ঝিনাইদহে অচল হয়ে পড়ে রয়েছে কয়েন। তারা বলছেন, সব ব্যাংক কয়েন নিলে সমস্যার সমাধান হতো।  ঝিনাইদহ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু জানান, এক টাকা দুই টাকা না চলায় অনেক সময় আমাদের লসে পড়তে হয়। সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আবদুল্লাহ আলম মোমেন অভিযোগ অস্বীকার করে জানান, যারা ব্যাংকে লেনদেন করে এখন থেকে তারা আমাদের এখানে কয়েন দিতে পারবেন। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংককে চিঠি লিখে বিষয়টি জানানো হবে।

সর্বশেষ খবর