শিরোনাম
রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হাওরে বিষ ঢেলে মাছ নিধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

হাওরে বিষ ঢেলে মাছ নিধন

শ্রীমঙ্গলে হাইল হাওরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভুনবীর ইউনিয়নে আরিফমারা বিলে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই এলাকার নারায়ণ সরকার বিলটি লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুল কবির বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। নারায়ণ সরকার বলেন, গতকাল সকালে বিলে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, ৫ লাখ টাকা দাদন নিয়ে তিনি বিলে মাছের পোনা ছেড়েছিলেন। এখনো ১ টাকাও শোধ দিতে পারেননি। স্বপ্ন ছিল মাছ বিক্রি করে দাদনের টাকা পরিশোধ করবেন। তিনি প্রশাসনের কাছে এর বিচার চান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর