রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নীলফামারীতে তিন হত্যায় মামলা

নীলফামারী প্রতিনিধি

ক্ষুদ্র ব্যবসায়ী আশিকুল মোল্লা বাবুর আত্মহত্যা চেষ্টা এবং স্ত্রী তহুরা বেগম (৩৫), বড় মেয়ে আয়েশা আক্তার তানিয়া (১১) ও ছোট মেয়ে জারিন আক্তারকে (৬) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গতকাল মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহত গৃহবধূর ভাই আসাদুজ্জামান নূর আসাদ বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ক্ষুদ্র ব্যবসায়ী আশিকুল মোল্লা বাবুকে আসামি করা হয়েছে। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, তিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর পুলিশ পাহারায় গুরুতর জখম আশিকুল হক মোল্লা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দর বাজার এলাকায় এই হত্যাকাণ্ড এবং আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটে। বিষয়টি রহস্যজনক হওয়ায় রংপুর সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়। পরে বেলা পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। বিকাল ৪টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে নেয়। এ সময় বিছানার পাশে সবজি কাটার রক্তাক্ত চাকু (কাটারি) পাওয়া যায়।

সর্বশেষ খবর