রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

ইউপি চেয়ারম্যানসহ চারজন আটক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে। গতকাল বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পাবেল মিয়া ওই গ্রামের মাতবর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে ইউপি সদস্য বেনু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে আধিপত্য বিস্তার বিষয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষও হয়। গতকাল বিকালে দুই পক্ষের লোকজন বাগ্বিতণ্ডার একপর্যায়ে দেশি অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে টেঁটাবিদ্ধ অবস্থায় পাবেলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ৮টায় তার মৃত্যু হয়। মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান চলমান।

সর্বশেষ খবর