রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার মানবসেবা নামে একটি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ঢাকার একটি হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়। পরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নিহত গৃহবধূর লাশ নিয়ে মানববন্ধন করে তার স্বজন ও এলাকাবাসী। তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তির দাবি জানান।

মানববন্ধনকারীরা বলেন, বৃহস্পতিবার সকালে গৃহবধূ সাবিনাকে সিজার করার জন্য মানবসেবা হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে ডা. খন্দকার মনিরা গৃহবধূর সিজার করার সময় ভুল করে জরায়ু কেটে ফেলেন। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার বিকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালটি ঘেরাও করে। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর