শিরোনাম
সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৯ জেলায় সড়কে প্রাণহানি ১৩

প্রতিদিন ডেস্ক

৯ জেলায় সড়কে প্রাণহানি ১৩

ফেনীতে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুর, সিলেট, বাগেরহাট, গোপালগঞ্জ, নীলফামারী, টাঙ্গাইল, ফেনী ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৯ জন।

বগুড়া : কাহালুর দরগাহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও গ্রামের মিজান (১৮)। এদিকে ধুনটে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন আবদুর রশিদ (৮০) নামে এক কৃষক। গাজীপুর : টঙ্গীতে গতকাল সকালে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ইজতেমার দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সোহেল (৩৫) ও জনি (১৬)। সিলেট : সৌদি আরব প্রবাসী তারেক আহম্মেদ (২৫) বিয়ে করতে এক মাস আগে দেশে এসেছিলেন। বিয়ের সব আয়োজনও করছিলেন। গতকাল সিলেট বিমানবন্দর সড়কে ট্রাকচাপায় মারা যান তিনি। বাগেরহাট : বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা টোলপ্লাজা এলাকায় সন্ধ্যায় বাসের চাকায় পিষ্ট হয়ে মায়া হালদার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ের নিরাপত্তা প্রহরী বিপুল হালদার (৫২) নিহত হয়েছেন। নীলফামারী : ডিমলায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে শাহিদা বেগম (২৮) নামে এক গৃহবধূ। টাঙ্গাইল : ধনবাড়ী বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক সাহাব উদ্দিন (২৪) নিহত হয়েছেন। মৌলভীবাজার : মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি হায়দার (৩৫) নামে  এক যুবকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর