সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আলোচিত গণধর্ষণ মামলার রায় আজ

নোয়াখালী প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ৩০ ডিসেম্বর দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলার রায় আজ। এর আগে ১৬ জানুয়ারি মামলাটির রায় ঘোষণা করার কথা ছিল। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফাতেমা ফেরদৌস শুনানি শেষে রায়ের তারিখ পিছিয়ে দেন। আদালত সূত্র জানান, আলোচিত ওই মামলার রায় ঘোষণার পূর্ববর্তী সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নির্ধারিত তারিখ (৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করা হবে। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দিবাগত রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে ওই গৃহবধূকে মারধর ও পালাক্রমে ধর্ষণ করা হয়। জাতীয় নির্বাচনের রাতে ঘটনাটি ঘটায় তখন দেশজুড়ে আলোচিত হয়।

 

সর্বশেষ খবর