সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তবু থেমে নেই মাটি বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তবু থেমে নেই মাটি বিক্রি

বগুড়ার নন্দীগ্রামে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি দিন দিন বাড়ছে। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা, জরিমানা করার পরও থেমে নেই মাটি বিক্রি। নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল দক্ষিণ পাড়ার ধোয়াগাড়ি নামক স্থানে এস্কেভেটর (ভেকু) দিয়ে একটি পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করছেন ভেকু কন্ট্রাক্টর। মাটি বহনের সময় পড়ে নষ্ট হচ্ছে পাকা সড়ক। কমছে ফসলি জমি। ১৯ জানুয়ারি বিকালে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভেকু কন্ট্রাক্টরসহ তিনজনের নামে নিয়মিত মামলা করেন তিনি। মামলার পর তাদের কাজ সাময়িক বন্ধ থাকে। পরে প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ৩১ জানুয়ারি থেকে পুনরায় রিধইল গ্রামের ধোয়া পুকুরে ভেকু দিয়ে গর্ত করে মাটি ড্রাম ট্রাকে করে রাতে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও স্থাপনায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে পাকা রাস্তা নষ্ট হচ্ছে অন্যদিকে পাকা রাস্তায় মাটি পড়ে তৈরি হচ্ছে দুর্ঘটনার ফাঁদ।

সর্বশেষ খবর