মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যানজটে নাকাল শৈলকুপাবাসী

ঝিনাইদহ প্রতিনিধি

যানজটে নাকাল শৈলকুপাবাসী

ঝিনাইদহ শহরের সড়ক -বাংলাদেশ প্রতিদিন

ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরে প্রতিদিন যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও সাধারণ মানুষ। বিশেষ করে শহরের কবিরপুর মোড়ে থাকে তীব্র যানজট। চৌরাস্তা মোড়, হাজী মার্কেট মোড় ও কদমতলা মোড়েও থাকে দীর্ঘ যানজট। শহরজুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা, সিএনজি, নসিমন, করিমনের ছড়াছড়ি। এ শহরের বিভিন্ন পয়েন্টে তিন বছর ধরে ট্রাফিক পুলিশ থাকলেও তারা যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা বলছেন, শৈলকুপা শহরের একমাত্র গেটওয়ে কবিরপুর মোড়। এ মোড়ের পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিস, সরকারি গোডাউন, বিভিন্ন ক্লিনিক ও হরেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান। চৌরাস্তার মোড়, হাজী মার্কেট মোড় ও ব্রিজ রোডের কদমতলা মোড়েও দীর্ঘ যানজট দেখা যায়। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটে তীব্র যানজট থাকে। অনিয়ম, অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস, ট্রাক রাখা থাকে। পাশাপাশি শহরজুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর সিএনজি অটোরিকশা, নসিমন, করিমনের ছড়াছড়ি। পথচারী পৌর এলাকার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, শৈলকুপার বিভিন্ন পয়েন্টে সব সময় যানজট লেগে থাকে। যানজটের সময় ট্রাফিক পুলিশের দেখা মেলে না। ট্রাফিক পুলিশ যদি দায়িত্বশীল ভূমিকা রাখে, তাহলে এই যানজট নিরসন সম্ভব। অ্যাম্বুলেন্স ড্রাইভার রবিউল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মুমূর্ষু রোগী নিয়ে আমাদের বাইরে যেতে হয়। কিন্তু কবিরপুর মোড়ে চরম যানজট থাকে, এতে রোগী নিয়ে যেতে আমাদের দুর্ভোগ বেড়ে যায়। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে সঠিকভাবে পদক্ষেপ নিলে দুর্ভোগ কমে যাবে। উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহাম্মেদ বলেন, কবিরপুর মোড় ও চৌরাস্তা মোড়ে বেশি যানজট দেখা যায়। যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। চৌরাস্তা মোড়ে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ দরকার। শৈলকুপায় দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট বিলাল হোসেন বলেন, এখানে আমরা দুজন দায়িত্বে আছি। যার জন্য অনেক সময় যানজট দেখা দিতে পারে। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশের জনবল সংকট রয়েছে। যার কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব না। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, যানজট জনদুর্ভোগ বাড়িয়ে দেয়। এটা কমিয়ে আনার ব্যাপারে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এজন্য সবাইকে সচেতন হতে হবে।

সর্বশেষ খবর