শিরোনাম
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দিরাইয়ে সংঘর্ষে একজন নিহত

মেহেরপুরে আহত ৭

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি উজানধল গ্রামের আরিফ উল্লার ছেলে। তাদের দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানান, আনোয়ার হোসেনের ভাই সানোয়ার ও ওয়ারিদ মিয়া এবং চাচাতো ভাই সুফি মিয়ার সঙ্গে গ্রামের মনফর মিয়ার জমি নিয়ে বিরোধ চলছে। ওই জমিতে রবিবার মনফর মিয়ার লোকজন ধানের চারা রোপণ করেন। এ নিয়ে সোমবার সকালে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। গুরুতর আহত আনোয়ার মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি জানান, লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার কতুবপুর ইউনিয়নের কালিগাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ সাতজন আহত হয়েছেন। গতকাল সকালে এ সংঘর্ষ বাধে। আহতরা হলেন- কতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার, তার শালক ফুরকান, কালিগাংনী গ্রামের বদর আলী, আমজাদ হোসেন, কালাম, কালামের ছেলে লিজন ও আকছারুল। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উজিরপুর জমি নিয়ে বিরোধে হামলা : বরিশালের উজিরপুরের জয়শ্রী বরতা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় তিন সন্তানের জননী আহত হয়েছেন। আহত গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল উজিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।  অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের আবুল সরদার ও স্বপন সরদারের সঙ্গে জমি নিয়ে সুমন সরদারের বিরোধ চলে আসছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর