মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উচ্ছেদ অভিযানে হামলা গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার পশ্চিম রূপসা এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। এতে বিআইডব্লিউটিএর তিন কর্মচারী আহত হয়েছেন। সংস্থার খুলনার উপপরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বিআইডব্লিউটিএর ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে গতকাল স্কেভেটর দিয়ে এ অভিযান চালানো হচ্ছিল। জানা যায়, ৪০-৪৫ বছর ধরে স্থানীয় কয়েকজন পশ্চিম রূপসা নদীর তীরে কাঠের ব্যবসা চালিয়ে আসছেন। ২০০৭ সাল থেকে তারা ব্যবসার স্থান বন্দোবস্ত দেওয়ার আবেদন করলেও বিআইডব্লিউটিএ সাড়া দেয়নি। ১০ জানুয়ারি ওই স্থান থেকে তাদের উচ্ছেদ করার জন্য নোটিশ এবং ৪ ফেব্রুয়ারি মাইকিং করে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ : রাজবাড়ীর দৌলতদিয়া নদীবন্দর দখল করে গড়ে ওঠা ১১০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ।

সর্বশেষ খবর