মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই ঘের মালিককে গুলি নির্যাতন দুই কর্মচারীকে

জমি নিয়ে বিরোধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ঘের কর্মচারীকে নির্যাতনের পর মালিককে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত দেড়টার দিকে পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হরিণখোলা গ্রামের অভিরাম মন্ডলের ছেলে অলঙ্গ মন্ডল (৬১), তার ভাই জগদীশ মন্ডল (৪৫), ঘেরের পাহারাদার বীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে বিশ্বনাথ মন্ডল (৫৩) ও ঘের কর্মচারী আসননগর গ্রামের নারদ মুন্ডার ছেলে শ্রীপদ মুন্ডা (৩০)। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অলঙ্গ মন্ডল জানান, রবিবার রাতে তার ঘের কর্মচারী বিশ্বনাথ মন্ডল ও পার্শ্ববর্তী দিলীপ মন্ডলের ঘের কর্মচারী শ্রীপদ মুন্ডাকে মুখোশধারী ৭/৮ সন্ত্রাসী ঘের থেকে ডেকে তুলে নির্যাতনের পর তার বাড়ির সামনে আনা হয়। পরে তাকে ও ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে শটগান দিয়ে গুলি করে তারা। এতে তার দুই উরুতে ও ভাই জগদীশের ডান উরু গুলিবিদ্ধ হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান ও অর্থোপেডিকস সার্জন ডা. হাফিজুল্লাহ জানান, অলঙ্গ মন্ডলের দুই উরুতে ও জগদীশ মন্ডলের ডান উরুতে গুলি লেগেছে। পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ  জানান, জমি ও ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মেহেরপুর সদর উপজেলার কতুবপুর ইউনিয়নের কালিগাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ সাতজন আহত হয়েছেন। গতকাল সকালে এ সংঘর্ষ বাধে। আহতরা হলেন- কতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার, তার শালক ফুরকান, কালিগাংনী গ্রামের বদর আলী, আমজাদ হোসেন, কালাম, কালামের ছেলে লিজন ও আকছারুল। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর