মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

২৭৮ কোটি টাকা ব্যয়ে সেতু হচ্ছে গড়াই নদীতে

কুষ্টিয়া প্রতিনিধি

খোকসায় একটি সেতুর জন্য লাখো মানুষের ৫২ বছরের অপেক্ষার অবসান হচ্ছে। গড়াই নদীর ওপর জানিপুর থেকে ওসমানপুর সংযোগ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় স্থানীয় এমপি আবদুর রউফ, জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা প্রশাসক এহেতেশাম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। ২৭৮ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। স্বাধীনতার পর থেকে খোকসাবাসী এই সেতুর দাবি করে আসছিলেন। সেতুটি বাস্তবায়ন হলে খোকসা, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার মানুষের যোগাযোগ সহজ হবে।

 

সর্বশেষ খবর