বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দিনাজপুরে বাসচাপায় দুই ভ্যানচালকসহ নিহত ৪

প্রতিদিন ডেস্ক

দিনাজপুরে বাসচাপায় দুই ভ্যানচালকসহ নিহত ৪

দিনাজপুরে গতকাল বাসচাপায় দুই ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ ও  চট্টগ্রামে নিহত হয়েছেন আরও তিনজন। দিনাজপুর : চিরিরবন্দরে সকালে দাঁড়িয়ে থাকা দুটি অটোভ্যানকে বিআরটিসি বাসচাপা দিলে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। তাদের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকাবাসী বাসটি ভাঙচুর এবং মহাসড়ক অবরোধ করে। নিহতরা হলেন- ভ্যানচালক নজরুল ইসলাম (৪৫), আবদুল মজিদ (৪০), যাত্রী লতা ইয়া চাকমা (৫২) ও মাইন্দো চাকমা (৪৫)। সিরাজগঞ্জ : সদর উপজেলার পাইকপাড়ায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিকালে সিরাজগঞ্জ-মুলীবাড়ী আঞ্চলিক সড়কের পাইকপাড়া ঠাকুরটেক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেলচালক সিরাজগঞ্জের শাহ আলমের ছেলে শুভ (২০) ও আরোহী স্বপন (২০)।  ট্রাকটি জব্দ করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে। চট্টগ্রাম : হাটহাজারীতে জিপ ও অটোরিকশা সংঘর্ষে দীপক মিত্র (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুজন। হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক মিত্রের বাড়ি পটিয়া উপজেলার কচুখাইন গ্রামে।

 

সর্বশেষ খবর