বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বান্দরবান-থানচি রুটে বাস বন্ধ

বান্দরবান প্রতিনিধি

একটি আঞ্চলিক সংগঠন থেকে চাঁদা দাবির প্রতিবাদে গতকাল সকাল থেকে বান্দরবান-থানচি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) একটি অংশ হুমকি দিয়ে তাদের জানায়, ৫ লাখ টাকা চাঁদা পরিশোধ করলে থানচি রুটে বাস চালানো যাবে।  চাঁদা না দিলে যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে। মালিক সমিতি জানায়, এর আগেও বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে চাঁদা আদায় করেছে। পিসিজেএসএসের হুমকির পর যাত্রী, পর্যটক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে শুধু থানচি রুটে বাস সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে জনসংহতি সমিতির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর