বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নবনিযুক্ত বিজিবি মহাপরিচালকের

গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিজিবির সুসজ্জিত চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে বিউগল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫-এর ১৫ আগস্ট শহীদ এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

সর্বশেষ খবর