বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিবিরের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর এলাকার যমুনা নদীর তীরে শেখ রাসেল শিশুপার্ক এলাকা থেকে গতকাল ভোরে তাদের গ্রেফতার করা হয়। মামলার পর বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- হাসানুর রহমান, মুসা, ইসলাম শেখ, রবিউল ইসলাম, খালিদ হাসান, তারিকুল ইসলাম, আল ছাহাব, হুমায়ুন কবির, লাদেন শেখ, ছাব্বির হোসেন, রাজু আহম্মেদ, নাজমুল হাসান, আহাদ, শরিফুল ইসলাম ও আবির হোসেন সোহান। এ ঘটনায় এসআই সোহাগ বাদী হয়ে মামলা করেছেন।

সর্বশেষ খবর