বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাটগ্রামে রোহিঙ্গা নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি করিডর সীমান্ত থেকে সোমবার রাতে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। তাকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীর নাম মোছা. রমিদা (২৩)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর সি ব্লকে থাকতেন। তাকে ক্যাম্পে পাঠানো হবে। পুলিশ জানায়, পানবাড়ী মৌজার করিডোর সীমান্তের মেইন পিলার থেকে ৩০ গজ বাংলাদেশের ভিতরে ঘোরাফেরার সময় রমিদাকে আটক করেন বিজিবি সদস্যরা।

সর্বশেষ খবর