বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাজেকে ইউপিডিএফের সড়ক অবরোধ

রাঙামাটি প্রতিনিধি

সাজেকে ইউপিডিএফের সড়ক অবরোধ

রাঙামাটির সাজেকে দুই সদস্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গতকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি ও সাজেক সড়ক অবরোধ করে রাখে সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় ওই সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ইউপিডিএফের নেতা-কর্মীদের সাজেকের বাঘাইহাট রেতকাবা চৌমুহনী, নন্দরাম, ১৩ কিলো, মাচলং এলাকায় পর্যটন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করতে দেখা যায়। তবে অবরোধের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউপিডিএফের প্রধান সংগঠক অডিট চাকমা বলেন, ‘রবি কুমার ও শান্ত চাকমাকে (বিমল) জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পীতভাবে হত্যা করেছে। কায়েমি স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তারা খুন-খারাপির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।’ উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফের রবি কুমার চাকমা ও শান্ত চাকমাকে (বিমল) ব্রাশফায়ার করে হত্যা করে। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে ইউপিডিএফ।

সর্বশেষ খবর