বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাঁচ জেলায় দুই বোনসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় দুই বোনসহ নিহত ৭

গজারিয়ায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার -বাংলাদেশ প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, দিনাজপুর ও মুন্সীগঞ্জে দুই বোনসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- কুমিল্লা : চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের আবুল হোসেন মেকারের স্ত্রী ছকিনা বেগম, কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী রেনু বেগম ও উজিরপুর ইউনিয়নের আবদুল্লাহ গ্রামের আবদুর রশিদ। ছকিনা বেগম ও রেনু বেগম চাচাতো বোন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে দুজনে কুমিল্লায় যান। রাত সাড়ে ৯টার দিকে মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী তিশা প্লাটিনাম পরিবহনের ধাক্কায় তারা মারা যান। এর আগে প্রবাসী ছেলের বিয়ের জন্য মেয়ে দেখে ফেরার পথে উজিরপুর ইউনিয়নের বেলঘর রাস্তার মাথায় দুই অটোরিকশা সংঘর্ষে আবদুর রশিদের মৃত্যু হয়। ময়মনসিংহ : ভালুকায় স্কুলে যাওয়ার পথে চাচার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাচাপায় জান্নাত আরা (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাত আরা উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। গাজীপুর : ঢাকা-জয়দেবপুর সড়কে গতকাল ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম লিটন সরকার (৫০)। তিনি কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের সাহিদ আলী মেম্বারের ছেলে। দিনাজপুর : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে মঙ্গলবার রাতে অজ্ঞাত গাড়ির চাপায় মনি মার্ডি (৬২) নামে এক আদিবাসী বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাক্ষণভিটা গ্রামের রামদাস মুর্মুর স্ত্রী। মুন্সিগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় বালুয়াকান্দি এলাকায় সকালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবদুর রহিম  (৫০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সর্বশেষ খবর