বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাহাড় কেটে মাটি বিক্রি তিন শ্রমিকের দন্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ার হারবাংয়ে রাতে পাহাড় কেটে মাটি বিক্রি করায় তিন শ্রমিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্তরা হলেন- হারবাং ইউনিয়নের মো. ইয়াছিন, মো. মিজানুর রহমান ও মো. শেফায়েত। তাদের এক মাসের বিনাশ্রম কারাদ  দেওয়া হয়। এ সময় স্কেভেটর ও দুটি মিনি ট্রাক জব্দ করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের মালিকানাধীন উঁচু পাহাড় কেটে মাটি বিক্রির জন্য চুক্তি হয় স্থানীয় যুবলীগ নেতা জাহেদুল ইসলাম ও জয়নাল আবেদীনের সঙ্গে। মঙ্গলবার রাতে স্কেভেটর দিয়ে মাটি কাটা শুরু করেন তারা। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অভিযান চালায়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, পাহাড় কাটার কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর