বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হরিজন কলোনির বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর পৌরসভার রেলস্টেশন হরিজন কলোনির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদে গতকাল শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের রেলস্টেশন হেলা সমাজ ও বাজার হরিজন কলোনির, মনিহার তালতলা কলোনি, পুরনো পৌরসভা কলোনি ও ধর্মতলা কলোনির কয়েক শ হরিজন সদস্য এতে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে যশোর প্রেস ক্লাবের সামনে যায়। বিক্ষোভকারীরা বলেন, ব্রিটিশ আমল থেকে বংশ পরম্পরায় তারা এসব কলোনিতে বসবাস করে আসছেন। তাদের কখনো বিদ্যুৎ বিল দিতে হয়নি। পৌরসভা থেকে তাদের মাত্র ৩ হাজার টাকা বেতন দেওয়া হয়। এখন বিদ্যুৎ লাইন কেটে দিয়ে প্রিপেইড মিটার বসিয়ে তাদের বিদ্যুৎ বিল দিতে বাধ্য করা হচ্ছে।

সর্বশেষ খবর