বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নীলফামারী জেনারেল হাসপাতালে সেবাবঞ্চিত সাধারণ মানুষ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেনারেল হাসপাতালে সেবাবঞ্চিত সাধারণ মানুষ

নীলফামারী জেনারেল হাসপাতালে জনবলসহ নানা সংকট, নানা অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ করেছেন চিকিৎসাসেবা প্রত্যাশী সাধারণ মানুষ। এখানে হয়রানি ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, জেলার হাজার হাজার রোগী। হাসপাতালে সাধারণ ওষুধও পাওয়া যাচ্ছে না, বলছেন রোগী, স্বজন ও স্থানীয়রা।

জানা গেছে, এ হাসপাতালে ৫৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ২৭ জন। চিকিৎসকরা আসছেন ইচ্ছেমতো। সকাল সাড়ে আটটায় হাসপাতালের দু-একজন কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকেই দেখা যায় না বলে অভিযোগ রয়েছে। রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালে সাধারণ ওষুধও পাওয়া যায় না। রোগীদের হাতে ওষুধের স্লিপ ধরিয়ে দিয়েই শেষ। সরেজমিন দেখা গেছে, হাসপাতালের রোগীদের দীর্ঘ লাইন। লাইন থাকলেও আসেননি বিশেষজ্ঞ চিকিৎসকরা। রোগীদের বিভিন্ন ক্লিনিকে যাওয়ার পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু-আল-হাজ্জাজ, চিকিৎসকসহ অন্যান্য জনবল সংকটের কথা স্বীকার করে জানালেন, ৫৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ২৭ জন। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪১টি পদে ২৩ জন কর্মরত থাকলেও চতুর্থ শ্রেণির চারটি পদ শূন্য রয়েছে।

সর্বশেষ খবর