বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বগুড়ায় ঐতিহ্যবাহী বকচর মেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কোদলা পাড়া এলাকায় ঐতিহ্যবাহী বকচর মেলায় চলে জামাই-শ্বশুরের বড় মাছ কেনার প্রতিযোগিতা। প্রায় আড়াই শ বছর ধরে চলে আসা এ মেলায় সাধারণ মানুষের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। মঙ্গলবার দিনব্যাপী এ মেলায় অন্তত অর্ধকোটি টাকার মাছ কেনাবেচা হয়ে থাকে। মেলা উপলক্ষে আশপাশের ৩০-৪০ গ্রামে বয়ে যায় উৎসবের আমেজ। কারও বাড়িতে এসেছে নববধূ আবার কারও বাড়িতে জামাইয়ের আনন্দ ভ্রমণ। এ মেলায় মাছ কিনতে এসে ভিড় করে এলাকার হাজারও মানুষ। উপজেলার বকচর মেলা প্রতি বছর মাঘ মাসের শেষ দিকে বসে। ঐতিহ্যবাহী এ মাছের মেলা এলাকায় জামাই মেলা নামে বিখ্যাত। মেলা থেকে মাছ কিনে জামাইরা শ্বশুরবাড়িতে আসে।

সর্বশেষ খবর