শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য

আইইউসিএন-এর জরিপ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য

সুন্দরবনে বেঙ্গল টাইগারের (বাঘ) খাদ্য বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্যা কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সার্বিক সহযোগিতায় প্রকাশিত জরিপে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন প্রজাতির বন্যপ্রাণী হরিণ, বানর, বন্যশুকর বাড়ার তথ্য মিলেছে। এ বনে ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী থাকলেও বাঘের খাদ্য আছে মাত্র পাঁচ প্রজাতির। এরা হলো- হরিণ, বানর, বন্যশুকর, গুইসাপ ও সজারু। এদের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯২৮টি। এবার বন বিভাগের জরিপে হরিণ, বানর ও বন্যশুকরের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয় গুইসাপ ও সজারু। সুন্দরবনে বাঘের খাদ্য সংকট না থাকা ও বাঘের খাদ্য বন্যপ্রাণীর সংখ্যা অনেক বাড়ার সুখবর নিশ্চিত করেছে বন বিভাগ। তারা জানায়, পুরো সুন্দরবনে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আইইউসিএন সার্বিক সহযোগিতার বাঘের খাদ্য হরিণ, বানর, বন্যশুকর, গুইসাপ ও সজারুর জরিপ করা হয়। সম্প্রতি প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, ২০০৪ সালে চিত্রল ও মায়া হরিণ ছিল ৮৩ হাজার। বেড়ে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি। বানর ৫১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৪৪টি। বন্যশুকর ২৮ হাজার থেকে বেড়ে ৪৭ হাজার ৫১৫ হয়েছে। সুন্দবনে এবারই প্রথম জরিপে অন্তর্ভুক্ত হওয়া গুইসাপ রয়েছে ২৫ হাজার ১২৪টি ও সজারু রয়েছে ১২ হাজার ২৪১টি। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সুন্দরবনে বাঘের পর্যাপ্ত প্রাণী খাদ্য রয়েছে। এ ম্যানগ্রোভ বন দস্যুমুক্ত হওয়া, রাসমেলা বন্ধ করা, স্মার্ট পেট্রোলিংসহ বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবির কঠোর নজরদারির কারণে হরিণসহ বন্যপ্রাণী শিকার কমে এসেছে।

সর্বশেষ খবর