শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শত বছরের রাস্তা বন্ধ চলাচলে দুর্ভোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

শত বছরের রাস্তা বন্ধ চলাচলে দুর্ভোগ

চকরিয়ায় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়ায় শত বছরের রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। গ্রামের একমাত্র পথটি ১৫ দিন বন্ধ থাকায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন শত শত মানুষ। এ ঘটনায় মনির আহমদ নামে একজন আদালতে মামলা করেছেন। সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক। এ ছাড়া রাস্তাটি উন্মুক্ত করার জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরীন মুন্না বলেন, দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করা অপরাধ। রাস্তাটি ইউনিয়ন পরিষদের তালিকাভুক্ত এবং খাস খতিয়ানভুক্ত জমিতে। ইটসলিং করা এই রাস্তায় প্রতিদিন শত শত লোক চলাচল করেন। চকরিয়া থানার ওসি জানান, রাস্তা উন্মুক্ত করতে ম্যাজিস্ট্রেটের সহযোগিতা লাগবে। চকরিয়ার ইউএনও ফখরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশনা প্রতিপালনে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর